সকালের ডায়রী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি
রওশন আরা সোমা
২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মি:, এসএ টিভি
প্রযোজনা: খালিদ পলাশ
রওশন আরা সোমা এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পরিবারের রক্তে রয়েছে সুরের টান। সংগীত-ঐতিহ্যবাহী এই পরিবারে ছোটবেলা থেকেই তিনি পেয়েছেন সংগীত শিক্ষার উপযোগী পরিবেশ। তাঁর পিতা সোহরাব হোসেন দেশবরেণ্য নজরুলসংগীতশিল্পী এবং সুরকার। বোন রাহাত আরা গীতিও একজন প্রখ্যাত সংগীতশিল্পী। ছোটবেলায় পিতার কাছেই তাঁর সংগীত শিক্ষার শুরু।
প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’ শিরোনামের অনুষ্ঠানটি। গানগুলো সরাসরি গাওয়া হবে না। এগুলো এসএটিভি’তে প্রচারিত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান থেকে নেয়া হবে। কখনও অতিথি যদি সঙ্গীতশিল্পী হন সেক্ষেত্রে তাঁর সুবিধার জন্য একটি হারমোনিয়াম বা অন্য কোনও বাদ্যযন্ত্র থাকতে পারে।
অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা, গান শোনা, রাশিচক্র, নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ, জন্মদিনের শুভেচ্ছা, বিভিন্ন বিষয়ে টিপস, বাড়ির আসবাবপত্র, তাৎক্ষণিক চিকিৎসা।
সাতদিন/এমজেড/১ফেব্রুয়ারি২০১৫