সিনেমা এক্সপ্রেস'এ রিনা খান
২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট দেশ টিভি
উপস্থাপনা: আমব্রিন
প্রযোজনা: রেজওয়ানুল কবির মাসুম
চলচ্চিত্র বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান ‘ফেয়ার এ্যান্ড লাভলী সিনেমা এক্সপ্রেস’। বাংলাদেশী চলচ্চিত্রের নানা খবরাখবর, সাম্প্রতিক চলচ্চিত্রের শুটিং-দৃশ্য ধারণ ও প্রচার, তারকাদের সাক্ষাৎকার, মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের গান, চলচ্চিত্রবোদ্ধাতের মতামত, চলচ্চিত্রের একজন তারকা অতিথির সাথে আড্ডা নিয়ে সাজানো হয় অনুষ্ঠান ‘ফেয়ার এ্যান্ড লাভলী সিনেমা এক্সপ্রেস’। অতিথি হিসেবে এবার উপস্থিত থাকছেন চলচ্চিত্র অভিনেত্রী রিনা খান। আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে। প্রযোজনা করছেন রেজওয়ানুল কবির মাসুম।