ইনডোর কর্পোরেট ক্রিকেট লীগ ২০১৫
৩ থেকে ৭ ফেব্রুয়ারি
প্রতিদিন সকলা ৮টা ৩০ মি: জিটিভি
শুরু হচ্ছে ইনডোর কর্পোরেট ক্রিকেট লীগ ২০১৫। পুরো কর্পোরেট ক্রিকেট লীগ সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।
বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৩২টি ‘কর্পোরেট হাউজ’ নিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। থ্রি ক্রিকস্ আয়োজিত এই টুর্নামেন্টকে আকর্ষণীয় ও বর্ণাঢ্য করার জন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের কর্পোরেট ক্রিকেট লীগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে— ঢাকা ট্রিবিউন, ওয়ালটন, কম্পিউটার সোর্স, এক মি, এম. এম ইস্পাহানি গ্রুপ, ফু ওয়াং, আনোয়ারা গ্রুপ, অ্যাপোলো ইস্পাত, তামিশা গ্রুপ, এজাব গ্রুপ, পারটেক্স গ্রুপ, রবি, আর আর এম, উত্তরা ফাইনান্স, এফ ডি এল, ইন্টার ক্লাউড, আকিজ, এবি ব্যাংক, সুপার স্টার, ইউরোপা গ্রুপ, মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, গ্যাটকো, গ্রামীণ ফোন, বাংলালিংক, বেক্সিমকো, ইস্টার্ন ব্যাংক, ডিবিএল, নেসলে, ইগলু, আর এফ এল, কমপ্রিহেনসিভ, ক্লেমন এবং নীট কনসার্ন গ্রুপ । ৩ থেকে ৭ এই পাঁচ দিনের খেলায় ৮টি কর্পোরেট গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে ৪টি করে দল থাকবে। আর প্রতিটি গ্রুপ ম্যাচ খেলবে ৬টি করে। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৩টি। ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে লীগের সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন দল পাবে পাঁচলাখ টাকা । রানার্স আপ পাবে দুই লাক টাকা এবং ম্যান অব দ্যা সিরিজ পাবে একটি মটর সাইকেল।
সাতদিন/এমজেড/২ফেব্রুয়ারি২০১৫