আলাপের অতিথি
ফকির শাহাবুদ্দিন
৩ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মি: বৈশাখী টেলিভিশন
প্রযোজনা: পলাশ মাহবুব
ফকির শাহাবুদ্দিন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতগবেষক। গ্রামে গ্রামে ঘুরে তিনি ৪০ থেকে ৪৫ হাজার বাউল গান সংগ্রহ করেছেন। জীবনের একটা সময় তিনি কিংবদন্তী শিল্পী শাহ আবদুল করিমের সান্নিধ্যে ছিলেন।
ফকির শাহাবুদ্দিন মনের তাগিদে গান গেয়ে যান—সেই গান, যা মনের চাহিদা মিটায়। যা মানুষকে ভাবতে শিখায়। যা মানুষকে 'অদেখার' ঠিকানা সন্ধানে মন্ত্রণা দেয়। বাংলার বাউল সঙ্গীতকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে তিনি কাজ করে চলেছেন। কনসার্ট করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে।
এই গুণী শিল্পীকে দেখা যাবে বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠন আলাপ-এর অতিথি হিসেবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব।
সাতদিন/এমজেড/২ফেব্রুয়ারি২০১৫