সাহিত্যিক সেলিনা হোসেন | উপস্থাপক পলাশ মাহবুব |
পলাশ মাহবুবের উপস্থাপনায়
প্রাণের মেলা’র অতিথি সেলিনা হোসেন
৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মি: বৈশাখী টেলিভিশন
সেলিনা হোসেন মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। বাংলা একাডেমিতে গবেষণা সহকারী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে বাংলা একাডেমি’র প্রথম নারী পরিচালক হওয়ার গৌরব অর্জন করেন এই গুণী লেখক। ২০০৪ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন। তাঁর লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে—‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘ভূমি ও কুসুম’, ‘পূর্ণ ছবির মগ্নতা’, ‘ভালোবাসা প্রীতিলতা’ ইত্যাদি। তিনি আসছেন অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে বৈশাখী টেলিভিশনের প্রতিদিনের অনুষ্ঠান ‘প্রাণের মেলা’র অতিথি হয়ে। বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন অতিথি থাকবেন। পাশাপাশি বইমেলা প্রাঙ্গন থেকেও থাকবে প্রতিদিনের মেলার আপডেট।
অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে। প্রাণের মেলা অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব।
প্রাণের মেলা প্রসঙ্গে পলাশ মাহবুব বলেন, গেলো কয়েক বছর ধরে প্রাণের মেলা অনুষ্ঠানটি করছি। লেখালেখির মানুষ হিসেবে বইমেলা এবং বইয়ের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারা আননন্দের। তাছাড়া এই অনুষ্ঠানে আমরা চেষ্টা সাহিত্যের সাম্প্রতিকতাকে ধরবার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হবে না।
সাতদিন/এমজেড/২ফেব্রুয়ারি২০১৫