টি ব্রেক'এ আসছেন
কিরণ চন্দ্র রায়
৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা এশিয়ান টিভি
উপস্থাপনা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি
প্রযোজনা সুদীপ্ত সরকার
এশিয়ান টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান 'এশিয়ান টি ব্রেক' । জনপ্রিয় তারকালাপের এ অনুষ্ঠানের প্রতি পর্বে বিভিন্ন অঙ্গনের একজন করেন সফল তারকা উপস্থিত থাকেন। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির লাইফস্টাইল, কর্মজীবন, ব্যাস্ততা, সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কিরণ চন্দ্র রায়।
সুদীপ্ত সরকারের প্রযোজনায় 'সোহানা এশিয়ান টি ব্রেক' উপস্থাপনা করেছেন জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। অনুষ্ঠান ব্যাবস্থাপক হিসেবে আছেন ইমরান আলি। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টায় এশিয়ান টিভিতে।