আলাপ এর আড্ডায় আসছেন
হাসান জাহাঙ্গীর
৪ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মি বৈশাখী টেলিভিশন
উপস্থাপনা- শান্তা
প্রযোজনা- পলাশ মাহবুব
বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আলাপ’। কথপোকথনের এই অনুষ্ঠান প্রতিদিন সকালে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। প্রতি পর্বে একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র অভিনেতা হাসান জাহাঙ্গীর।
বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি হাসান জাহাঙ্গীর টিভি নাটকেও কাজ করেন। উল্লেখ্য ৩০ জানুয়ারি,২০১৫ শিল্পী সমিতির নির্বাচনে ময়মনসিংহের তোতাখ্যাত অভিনেতা হাসান জাহাঙ্গীর বাংলাদেশ শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে শাকিব খান-মিশা সওদাগর প্যানেলের কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।এফডিসির এ নির্বাচনে জয় লাভ করে শাকিব খান-মিশা সওদাগর প্যানেল।
পলাশ মাহবুবের প্রযোজনায় "আলাপ" উপস্থাপনা করেছেন শান্তা। প্রচারিত হবে ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।
সাতদিন/জেকে/২০জান১৫