যুক্তি তক্কো আর গপ্পো-এর বিষয়
গণজাগরণ মঞ্চ
৪ ফেব্রুয়ারি রাত ৭টা ৪৫ মি: দেশটিভি
উপস্থাপনা: আবদুল্লা আল মামুন
পরিকল্পনা: রবিউল করিম
প্রযোজনা: আলমগীর হোসেন
মুক্তিযোদ্ধা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, শহীদ বুদ্ধিজীবি আলতাফ মাহমুদ-এর কন্যা শাওন মাহমুদ এবং সাংবাদিক মঞ্জুরুল হক-এর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের ‘যুক্তি তক্কো আর গপ্পো’। দেশ টিভির নিয়মিত আড্ডা-আলোচনার এই অনুষ্ঠানে এবারের বিষয় হিসেবে থাকছে ‘‘গণজাগরণ মঞ্চ”
২০১৩ এর ফেব্রুয়ারিতে একাত্তরের রাজাকার-আল-বদরদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মঞ্চের নাম গণজাগরণ মঞ্চ। যা ঢাকার শাহবাগ থেকে ছড়িয়ে পরে দেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে। সেই প্রবল উন্মাতাল সময়ে নতুন প্রজন্মের আবেগী দাবিতে কেঁপে ওঠে মৌলবাদী ও ঘাতক-দালালদের বুক। আইন সংশোধন করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেয় সরকার। একের পর এক রায় আসতে থাকে। এক চিহ্নিত রাজাকারের ফাঁসি বাস্তবায়িত হয়। অন্যান্যদের রায় প্রকাশ হতে থাকে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে যেন অপ্রাপ্তিই বেশি। বিভক্ত হয়ে পড়ে গণজাগরণ মঞ্চ, সংঘর্ষ হয় সরকারের সাথে।
যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ মঞ্চ গঠিত হয়েছিলো সব প্রত্যাশা কি পূরণ করতে পেরেছে এই মঞ্চ? যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ছাড়াও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ন ইস্যুতে কাজ করার যে সুযোগ তাদের ছিলো সব সুযোগকে কি তারা কাজে লাগাতে পেরেছে? না পারলে কেন পারেনি? ইত্যাদি বিষয় নিয়ে জমে উঠবে এবারের যুক্তি তক্কো আর গপ্পো অনুষ্ঠানটি।
রবিউল করিমের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আবদুল্লা আল মামুন। আলমগীর হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড/৩ফেব্রুয়ারি২০১৫