তারকালাপের অতিথি
রওনক হাসান
৪ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪০ মি: আর টিভি
উপস্থাপনা: পারিহা লিমা
প্রযোজনা: এম শামসুদ্দিন মিঠু
আর টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন জনপ্রিয় সেলিব্রেটি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে দেখানো অতিথির প্রোফাইল জানানো হয় তার সম্পর্কে। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। দর্শকরা সরাসরি কথা বলতে পারেন উপস্থিত তারকার সাথে।এবারের অতিথি রওনক হাসান।
রওনক হাসান নাট্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রথম অভিনয় করেন ২০০০ সালে কাগজের ফুল নাটকে। নাটকটির নির্দেশনায় ছিলেন অরুন চৌধুরী। নাগরিক নাট্যাঙ্গনের সক্রিয় সদস্য তিনি। ফেরারী ফানুস ছবিতে অভিনয় করেছেন। ২০০৫ সালে আব্দুল্লাহ রানার নির্দেশনায় 'ঘোড় সওয়ারের স্বপ্ন' টেলিফিল্মে আলী যাকেরের সমান্তরালে অভিনয় করেন দর্শক নির্মাতার নজর কাড়েন তিনি। বর্তমানে অসংখ্য ধারাবাহিক সহ একক নাটকে কাজ করছেন।
এম শামসুদ্দিন মিঠু’র প্রযোজনায় 'প্রান ম্যাংগো তারকালাপ' উপস্থাপনা করছেন পারিহা লিমা।প্রচারিত হয় প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভিতে।
সাতদিন/জেকে/৩ফেব্রুয়ারি২০১৫