বেলাশেষে’র অতিথি

ড. আবদুন নূর

৪ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩০ মি: এসএ টিভি

উপস্থাপনা: ত্রয়ী শাহাদাত
প্রযোজনা: কাজী চপল

কথাসাহিত্যিক ড. আবদুন নূর ষাটের দশক থেকে লেখালেখি করছেন। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস প্যাগাসাস। এ বছর বইমেলায় প্রকাশিত হচ্ছে ‘বিচলিত সময়’ শিরোনামে তাঁর আরেকটি উপন্যাস। ইতিহাস আশ্রিত এই আখ্যানে উঠে এসেছে মুঘল অধিকৃত বাংলার জনপদের গল্প।

মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও ড. আবদুন নূর ১৯৭০ সাল থেকে বিশ্বব্যাংকের একজন বিশেষজ্ঞ হিসেবে ওয়াশিংটনে কর্মরত ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজের সাথেও যুক্ত ছিলেন।

ড. আবদুন নূর আসছেন বেলাশেষে’র আড্ডায়। এসএ টেলিভিশনের আড্ডা-আলোচনার এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী চপল। এবারের পর্বে উপস্থাপনার দায়িত্বে আছেন ত্রয়ী শাহাদাত।

সাতদিন/এমজেড/৪ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›