‘লালজমিন’-এর ৭৫ তম প্রদর্শনী

পরিবেশনা: শূন্যন রেপার্টরি থিয়েটার

৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:

স্টুডিও থিয়েটার হল, শিল্পকলা একাডেমি, ঢাকা

মোমেনা চৌধুরীর একক অভিনয়ে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লালজমিন’-এর ৭৫তম মঞ্চায়ন হতে যাচ্ছে। শূন্যন রেপার্টরি থিয়েটার প্রযোজিত নাটকটিতে উঠে এসেছে যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতার কথা। মান্নান হীরা রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ৭৫তম প্রদর্শনীর পরেই ৬ ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে নাটকটির ৭৬তম প্রদর্শনী হবে। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।

মোমেনা চৌধুরী বলেন, “দেখতে দেখতে ৭৫তম মঞ্চায়নে চলে এল ‘লালজমিন’ একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে এটা অনেক আনন্দের। ৬০তম প্রদর্শনীটি আমরা বেশ জাঁকজমকভাবে করেছিলাম। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা হরতাল-অবরোধের কারণে ৭৫তম প্রদর্শনীটি কোনো বিশেষ আয়োজন ছাড়াই করছি। তবে ইচ্ছে আছে নাটকটির ১০০তম প্রদর্শনী যদি করতে পারি বিশেষ আয়োজন করে করব।” নাটকটির নির্দেশক সুদীপ চক্রবর্তী জানান, “প্রিয় ও পূজনীয় দর্শক ও নাট্যকর্মী বন্ধুদের অকুণ্ঠ সহযোগিতায় ২০১১ সালের ১৮ মে প্রথম প্রদর্শনীর পর থেকে দেশে ও বিদেশে নিয়মিত ও অবিরত মঞ্চায়নের পথ পরিক্রমায় ৭৫তম প্রদর্শনীর সন্ধ্যায় উপনীত হলো ‘লালজমিন’।” নাটকটি দর্শকনন্দিত হওয়ায় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে নির্দেশক বলেন, “আমি বিশ্বাস করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মহান মুক্তিযুদ্ধের অমিয় চেতনায় নির্মিত ‘লালজমিন’-এর শক্তি অক্ষয় হয়ে রবে এবং মঞ্চপাগল দর্শক নিয়মিত আসবে আমাদের উৎসাহ দিতে।”


সাতদিন/এমজেড/৪ফেব্রুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›