তারকালাপের অতিথি

তারিক আনাম খান

৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪০ মি: আর টিভি

উপস্থাপনা: পারিহা লিমা
প্রযোজনা: এম শামসুদ্দিন মিঠু

আর টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন জনপ্রিয় সেলিব্রেটি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে দেখানো অতিথির প্রোফাইল জানানো হয় তার সম্পর্কে। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। দর্শকরা সরাসরি কথা বলতে পারেন উপস্থিত তারকার সাথে। এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন বিখ্যাত অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান।

বাংলাদেশের সাংস্কৃতিক জগতে অতি পরিচিত নাম তারিক আনাম খান। বহু বছর ধরের অভিনয় করে আসছেন। একই সাথে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন সমান তালে। অভিনয়ের ফাঁকে ফাঁকে নাটকও পরিচালনা করেছেন। এ ছাড়া নির্দেশনা দিয়েছেন মঞ্চে। তারিকা আনাম খান-এর আরেকটি বড় পরিচয় হল তিনি একজন মুক্তিযোদ্ধা।

এম শামসুদ্দিন মিঠু’র প্রযোজনায় 'প্রান ম্যাংগো তারকালাপ' উপস্থাপনা কর‌ছেন পারিহা লিমা। প্রচারিত হয় প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভিতে।
সাতদিন/জেকে/৪ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›