ছুটির দিনের নাটক: ভালোবাসার ভুবনে
৬ ফেব্রুয়ারি রাত ১০টা দেশটিভি
রচনা ও পরিচালনা: আবু সাঈদ
অভিনয়: শাহেদ, মীম, সুমনা সোমা, ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়
আশফাক মোটামুটি উচ্চবিত্ত পরিবারের বিদেশ ফেরত তরুণ। তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে পরিবারের সদস্যরা মা, ভাবী, বোন, ভগ্নীপতি। বিয়ের পাত্রী সম্পর্কে কিছুই জানে না আশফাক। এমন কি তার আশফাকের বাবা ছাড়া অন্য কেউই জানেনা পাত্রী সম্পর্কে। জানেন শুধু আশফাকের বাবা যিনি আবহাওয়া খারাপ থাকার কারনে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌছাতে পারেননি।
বিয়ের পাত্রী মিতুকে দেখে আশফাকের ভাল লেগে যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ভুল ঠিকানায় এসেছেন তারা।