ফিরোজা বেগম স্মরণে বিশেষ অনুষ্ঠান
৬ ফেব্রুয়ারি সকাল ১১টা মাছরাঙা টেলিভিশন
প্রয়াত কিংবদন্তী নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম স্মরণে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ফিরোজা বেগম-স্মৃতিতে, আদরে’। অনুষ্ঠানে ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণ করবেন তাঁর সহোদর বিশিষ্ট গীতিকার ও সংগীতশিল্পী মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্। স্মৃতিচারণের পাশাপাশি ফিরোজা বেগমকে নিয়ে নিজের লেখা ও সুর করা একটি গান গেয়েও শোনাবেন তিনি। এছাড়া অনুষ্ঠানে আরও গান পরিবেশন করবেন ইয়াসমীন মুশতারী, সুস্মিতা আনিস, মোহাম্মদ শোয়েব, অনুপমা মুক্তি, মাজহারুল ইসলাম তালাশ, মিমি ফারহানা হক ও শেখ রুহুল আমিন।
ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে যখন তাঁর বয়স মাত্র ১২ বছর, বিখ্যাত গ্রামফোন কোম্পানি থেকে ইসলামী গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এর কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্বাবধানে তাঁর উর্দু গানের রেকর্ড প্রকাশিত হয়। তাঁর গাওয়া নজরুলগীতির প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে। তিনি স্বাধীনতা পদক, একুশে পদক, নেতজী সুভাষ চন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক, নজরুল একাডেমি পদকসহ অসংখ্য পদক ও সম্মাননা পেয়েছেন। ২০১৪ সালের ৯ আগস্ট রাত ৮টা ২৮ মিনিটে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তী শিল্পী।
সাতদিন/এমজেড/৫ফেব্রুয়ারি২০১৫