রহস্যগল্পের নাটক
মিনারেল ওয়াটার
৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট মাছরাঙা টেলিভিশন
রচনা ও পরিচালনা: অঞ্জন আইচ
অভিনয়: অপূর্ব, বিন্দু, মাশিয়াত
জ্ঞান ফেরার পর নিজেকে এক জঙ্গলে আবিস্কার করে তীর্থ। একটু দূরে দেখতে পায় প্রেমিকা প্রিয়ন্তীকে। কিছুক্ষণ পর একে একে ভিক্ষুক কেরামতসহ একটি ছেলে ও দুটি মেয়েকেও সেখানে পায় তারা। নিজেদের মধ্যে কথা বলার পর বুঝতে পারে যে তারা সবাই একটা ফাঁদে পড়েছে। জঙ্গলের মধ্যে পথ চলতে চলতে নানা রহস্যের আভাস পায় তারা। একসময় রাত নেমে আসে। হঠাৎ তারা নিজেদেরকে একটা ঘরের মধ্যে হাত-পা বাধাঁ অবস্থায় আবিস্কার করে। একটা অশরীরী আত্মার আওয়াজ শোনা যায়। এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘মিনারেল ওয়াটার’।
অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, বিন্দু, মাশিয়াত, এস এম মহসীন প্রমুখ। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
সাতদিন/এমজেড/৫ফেব্রুয়ারি২০১৫