হৃদয়ে মাটি ও মানুষ
কাতারে গ্রীন হাউসে সবজি চাষ নিয়ে প্রতিবেদন
৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মি চ্যানেল আই
পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা: শাইখ সিরাজ
মধ্যপ্রাচ্যের মরুময় দেশ কাতার। যেখানে একসময় ফসল উৎপাদনের বিষয়টি ছিল অবিশ্বাস্য, এখন সেখানেই গ্রীন হাউসে উৎপাদন হচ্ছে নানাজাতের ফল ও সবজি চাষ। এর ফলে কাতারবাসীদের জন্য খুলে যাচ্ছে কৃষির এক সম্ভাবনার দুয়ার। কাতারের আল সালাল এলাকায় গ্রীন হাউসে নানাজাতের টমেটো চায় নিয়ে ‘হৃদয়ে মাটি ও মানুষ’র আজকের পর্বটি সাজানো হয়েছে। প্রচার হবে আজ ৭ ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন শাইখ সিরাজ।