A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৫ | সাতদিন

সন্ধ্যা ৭টা ৫০ মি. চ্যানেল আই

চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৫

পরিকল্পনা ও পরিচালনা: ইজাজ খান

বিচারক: ফেরদৌসি আরা, এস আই টুটুল

উপস্থাপনা: নুসরাত ফারিয়া

ক্ষুদে প্রতিশ্রতিশীল শিল্পী অন্বেষণের 'ক্ষুদে গানরাজ' রিয়্যালিটি শো। এ প্রতিযোগিতার এবারের প্রধান পৃষ্ঠপোষক বুস্টার এনার্জি বিস্কুট। চলছে রেজিস্ট্রেশন ও জেলা ভিত্তিক প্রাথমিক বাছাইপর্বের কাজ। এবারের প্রতিযোগিতায় অডিশনে আনা হয়েছে ব্যাপকতা। প্রতিটি জেলা পর্যায়ে চ্যানেল আই প্রতিনিধি দ্বারা প্রাথমিক সম্মেলনের মাধ্যমে শিল্পীদের বাছাই করে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে পাঠানো হচ্ছে। কারও রেফারেন্সে কোনো শিল্পীকে ‘অসাধারণ মনে হলেও তাকে সেই অঞ্চল থেকে আমাদের দায়িত্বে খুঁজে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে। উপস্থাপনায় এসেছে পরিবর্তন। এবার উপস্থাপনা করছেন নুসরাত ফারিয়া। প্রধান বিচারকের আসনে আছেন সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও এসআই টুটুল।

মূল পর্বের প্রতি পর্বে অতিথি বিচারক থাকবেন সাংস্কৃতিক অঙ্গণের শিল্পী, অভিনেতা, খেলোয়াড়বৃন্দ।

শুরু থেকে আনা হবে বৈচিত্র। মোট পর্ব সংখ্যা ৪৪। প্রতিযেগিতার প্রথম পর্ব চ্যানেল আই-এর পর্দায় প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। আগামী মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার একই সময়ে প্রচার হবে অনুষ্ঠানটি।

৩ এপ্রিল ২০১৫