বেলাশেষের অতিথি
কবি সাইয়েদ জামিল
৬ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩০ মি: এসএ টিভি
উপস্থাপনা: ত্রয়ী শাহাদাত
প্রযোজনা: কাজী চপল
প্রথম আলো কর্তৃক প্রবর্তিত ‘জীবনানন্দ দাশ পুরস্কার’ পাওয়া তরুণ কবি সাইয়েদ জামিল আসছেন ‘বেলাশেষে’র আড্ডায়। ‘কায়কাউসের ছেলে’ শিরোনামের কবিতা সংকলনের জন্য সাইয়েদ জামিল এই পুরস্কার পেয়েছেন। সংকলনটি এবারের বইমেলায় বই আকারে প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী। ২০১৩ সালে দেশ পাবলিকেশন্স হতে তাঁর প্রথম বই প্রকাশিত হয়েছিল। বইটির শিরোনাম ছিল ‘রাষ্ট্রবিরোধী গিটার’।
এসএ টিভির নিয়মিত আড্ডা আলোচনার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে তিনি কথা বলেছেন তাঁর লেখালেখি, ভাবনা, কবিতার ভাষা ইত্যাদি বিষয়ে। উল্লেখ্য, সম্প্রতি তাঁর ‘জীবনানন্দ দাশ পুরস্কার পাওয়া নিয়ে মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ত্রয়ী শাহাদাত।
সাতদিন/এমজেড/৫ফেব্রুয়ারি২০১৫