টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩
পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ
রাত ৯টা মাছরাঙা টেলিভিশন
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৩’-এর ধারণকৃত অংশ। ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এবারের পর্বে প্রচারিত হবে সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের পরিবেশনা।
পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের জন্ম ১৯৬১ সালে, ভারতে। বাঙালি এই সরোদিয়া অল্প বয়সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তেজেন্দ্র নারায়ন তাঁর পিতামহ ভিপুতী রঞ্জণ মজুমদারের কাছে ম্যান্ডলিন শিখতে শুরু করেন বালক বয়সেই এবং ম্যান্ডলিন শিখার মাধ্যমেই তাঁর সঙ্গীত শিক্ষা শুরু হয়। পাশাপাশি তিনি অমরেশ চৌধুরী ও অনিল পালিতের কাছে কন্ঠসঙ্গীত ও তবলার তালিম নিতে থাকেন। পরবর্তীতে তিনি বাহাদুর খাঁ-এর কাছে দীর্ঘ ১৮ বছর সরোদের তালিম নেন। বাহাদুর খাঁ-এর মৃত্যুর পর তিনি অজয় সিনহা রায় ও ওস্তাদ আলি আকবর খাঁ-এর কাছে তালিম নেন।
সাতদিন/এমজেড/৫ফেব্রুয়ারি২০১৫