সকাল ৭টা ৩০ মি ২৫ মে, এটিএন বাংলা
তাজা চায়ের চুমুকে'র অতিথি
সঙ্গীতশিল্পী রেবেকা সুলতানা
উপস্থাপনা: কবীর তিথী এবং ইমতু
পরিচালনা: মোশতাক হোসেন মাশুক
এটিএন বাংলার প্রতিদিনের অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে তুলে ধরা হয় গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। অনুষ্ঠানে আরও থাকে সেদিন সম্পর্কে জানা অজানা নানান তথ্য, জন্মগ্রহণকারিদের তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, বাংলার গান, শিল্প-সাহিত্যের খবরাখবর এবং একজন অতিথির সঙ্গে আড্ডা।
তাজা চায়ের চুমুকে'র এ পর্বের অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা। অনুষ্ঠানে তিনি জানাবেন, পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভাললাগা, সফলতা, ব্যার্থতার কথা।
তিনি প্রধানত নজরুলসংগীত পরিবেশন করে থাকেন। পাশাপাশি তিনি উচ্চাঙ্গসংগীত ও দেশাত্মবোধক গানের চর্চা করে থাকেন। রেবেকা সুলতানা সংগীত-ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। বদরুল আলম, রামগোপাল মোহন্ত এবং ওস্তাদ ফুল মোহাম্মদ-এর মত খ্যাতিমান সংগীতজ্ঞের কাছে তালিম নেওয়ার সৌভাগ্য হয় রেবেকা সুলতানার। খেলাঘরে গান পরিবেশনের মাধ্যমে তাঁর শিল্পীজীবনের শুরু। এরপর বেতার ও টেলিভিশনে নিয়মিত গান করেছেন।
কবীর তিথী এবং ইমতুর উপস্থাপনা এবং মোশতাক হোসেন মাশুক এর পরিচালনায় ‘তাজা চায়ের চুমুকে’ এটিএন বাংলায় প্রচার হবে সকাল ৭টা ৩০ মিনিটে।