সময় কাটুক গানে গানে
ফকির শাহাবুদ্দীন ও পাগলা আশিক
৬ ফেব্রুয়ারি রাত ১১টা বৈশাখী টেলিভিশন
উপস্থাপনা: ফারহানা নিশো
প্রযোজনা: ইসলাম শফিক
স্টুডিও লাইভ মিউজিক্যাল শো ‘সময় কাটুক গানে গানে’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সুফি দর্শনের গান দিয়ে। এ অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন। সময় কাটুক গানে গানের আজকের পর্বে গান পরিবেশন করবেন বাউল শিল্পী ফকির শাহাবুদ্দীন ও পাগলা আশিক।
ফারহানা নিশোর উপস্থাপনায় এবং ইসলাম শফিকের প্রযোজনায় 'সময় কাটুক গানে গানে' সরাসরি সম্পচারিত হয় শুক্রবার রাত ১১টায় বৈশাখী টেলিভিশনে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয় শনিবার সকাল ৮ টায়।