‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি

দীপ্তি সমাদ্দার দিপু

৭ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মি: এসএ টিভি

প্রযোজনা: খালিদ পলাশ


দীপ্তি সমাদ্দার দিপুর জন্ম পিরোজপুর জেলার কাউখালীতে। গানের হাতে খড়ি ৭/৮ বছর বয়সে ওস্তাদ পতিত পাবন নট্টের কাছে। শুরু থেকে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি নজরুলের গান চর্চা করা ছিল একটি অন্যতম বিষয়। খুলনা বেতারে ছোটদের আসরে গান করা, নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম স্থান অধিকারে অনেক বার পুরস্কৃত এবং এরই সাথে বিভিন্ন সুখ্যাতি নিয়ে জাতীয় পর্যায়ে আসা। গ্রাজুয়েশান শেষ করে ঢাকায় এসে ছায়ানটে ভর্তি হন। ছায়ানটে সাফল্যের সাথে কোর্স শেষ করার পর চাকুরী এবং সাংসারিক জীবনের ব্যস্ততার কারণে সঙ্গীত জীবন থেকে বিরত ছিলেন বেশ কয়েক বছর। এরপর মায়ের উৎসাহে আবার সঙ্গীত চর্চা শুরু করেন তিনি। জনপ্রিয় এবং খ্যাতনামা উচ্চাঙ্গসঙ্গীত গুরু অনুপ বড়ুয়ার তত্ত্বাবধানে সঙ্গীত চর্চা করেছেন দীর্ঘ দিন। তিনি আসছেন এসএ টিভির সকালের আয়োজন ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি হয়ে।

প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’ শিরোনামের অনুষ্ঠানটি। গানগুলো সরাসরি গাওয়া হবে না। এগুলো এসএটিভি’তে প্রচারিত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান থেকে নেয়া হবে। কখনও অতিথি যদি সঙ্গীতশিল্পী হন সেক্ষেত্রে তাঁর সুবিধার জন্য একটি হারমোনিয়াম বা অন্য কোনও বাদ্যযন্ত্র থাকতে পারে।

অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা, গান শোনা, রাশিচক্র, নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ, জন্মদিনের শুভেচ্ছা, বিভিন্ন বিষয়ে টিপস, বাড়ির আসবাবপত্র, তাৎক্ষণিক চিকিৎসা।

সাতদিন/এমজেড/৫ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›