রুপালী পর্দার সাতকাহন- এ
চিত্রনায়িকা কেয়া
৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ মি চ্যানেল নাইন
উপস্থাপনা রিন্তি
প্রযোজনা জে. এন. এইচ. এম হাসান
চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘রুপালী পর্দার সাতকাহন’। এই অনুষ্ঠানে নির্মানাধীন ছবির শুটিংকৃত অংশ ও রিলিজ ছবির নায়ক নায়িকাদের নিয়ে নানা মতামত দেখানো হয়। তাছাড়া নায়ক নায়িকার ক্যারিয়ার নিয়েও আলোচনা করা হয়। প্রতিটি পর্বে দেখানো হয় একজন জনপ্রিয় অভিনেতার প্রোফাইল এবং সাক্ষাৎকার। আজকের পর্বের অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা কেয়া। তার সাথে কথা বলবেন রিন্তি।
রুপালী পর্দার সাতকাহন এ আজকের পর্বে দেখানো হবে এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্র 'এক পৃথিবী প্রেম' এর আউটডোর, ইনডোর শুটিংয়ের অংশ বিশেষ । এ ছবিতে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নবাগত আইরিন সুলতানা ও আসিফ নূর। রোমান্টিক ঘরানার এ ছবিটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ।
জে. এন. এইচ. এম হাসানের প্রযোজনায় রুপালী পর্দার সাতকাহন প্রচারিত হবে ৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে চ্যানেল নাইনে।
সাতদিন/জেকে/৫ফেব্রুয়ারি১৫