টি উইথ টুটলি’র অতিথি
ফারজানা চৌধুরী
৮ ফেব্রুয়ারি রাত ৯টা ১০ মি: মাছরাঙা টেলিভিশন
উপস্থাপনা: টুটলি রহমান
প্রযোজনা: রাকিবুল আলম
ফারজানা চৌধুরী বর্তমানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিএফও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০০৮-০৯ সালে কোম্পানির পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের মনাশ ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ব্র্যাক ব্যাংকে ৭ বছরেরও বেশি সময় হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।
ফারজানা চৌধুরীকে দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি টক শো ‘টি উইথ টুটলি’র অতিথি হিসবে। প্রাণবন্ত আড্ডায় নিজের পেশাজীবন, লাইফ স্টাইল, পথচলার নানা অভিজ্ঞতা, মজার ঘটনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি। বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে আলোচনার এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন টুটলি রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম।
সাতদিন/এমজেড/৭ফেব্রুয়ারি২০১৫