ভালো আছি ভালো থেকো'র অতিথি
সিদ্দিকুর রহমান
৮ ফেব্রুয়ারি রাত ৮টা মোহনা টিভি
নাজিরুল ইসলাম আকাশ
উপস্থাপনা: তন্ময়া তানিয়া
মোহনা টিভিতে দেখবেন জনপ্রিয় সেলিব্রেটিদের নিয়ে আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘ভালো আছি ভাল থাকো’। সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার নিয়মিত ভাবে মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প আড্ডা অতিথি জীবনের জানা অজানা নানা বিষয়ে আলাপ মাধ্যমে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে।
অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি অভিনেতা সিদ্দিকুর রহমান। তার সাথে আড্ডায় আছে তন্ময়া তানিয়া। ভালো আছি ভালো থেকোর এই পর্বটি প্রচারিত হবে ৮ ফেব্রুয়ারি রাত ৮টায় মোহনা টেলিভিশনে। প্রযোজনা করেছেন নাজিরুল ইসলাম আকাশের ভালো।
সিদ্দিকুর রহমান সিদ্দিক টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা। বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন। ২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এই তো ভালোবাসা’ মুক্তি পেয়েছিল। তার বিপরীতে নায়িকা ছিলেন অভীনেত্রী নিপুন। সিদ্দিক অভিনীত কিছু জনপ্রিয় নাটক ও ধারাবাহিক হলো, কবি বলেছেন, হাউসফুল, গ্র্যাজুয়েট, মাইক, হাম্বা, বন্ধু এবং ভালোবাসা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ড্যান্স ডিরেক্টর, আমি নাটক বানাতে চাই, চৈতা পাগল, বরিশালের মামা ভাগ্নে, আমাদের সংসার, চন্দ্র বিন্দু ও রেডিও চকলেট।
১৯৯৯ সালে থিয়েটার আরামবাগে অভিনয়ের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে। এসময় ঔ থিয়েটারের অধীনে তিনি বলদ, রাজার গল্প, পেজগীসহ বেশকিছু নাটকে অভিনয় করেন। এরপর তারিক আনম খানের নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহনের মাধ্যমে শোবিজে আগমন করেন কিন্তু তখন তিনি মূলত সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে দীপংকর দীপন নির্মিত “রৌদ্র ও রোদেলার কাব্য” নাটকে “কাউয়া সিদ্দিক” চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন। পরবর্তিতে ফাহামির পরিচালনায় কবি বলেছেন ও ধারাবাহিক নাটক হাউসফুলের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৩ সালে তিনি আরটিভির প্রযোজনাতে “এইতো ভালোবাসা” নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন।
সূত্র: উইকিপিডিয়া