আলাপের অতিথি
নাজনীন হাসান চুমকী
৮ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মি: বৈশাখী টেলিভিশন
উপস্থাপনা: শান্তা
প্রযোজনা: পলাশা মাহবুব
প্রায় দুই যুগ ধরে মঞ্চ ও ছোট পর্দায় অভিনয় করে যাচ্ছেন নাজনীন হাসান চুমকী। পাশাপাশি নাটক পরিচালনা ও লেখালেখি করছেন। এ ছাড়া মডেলিং-এও তাঁকে দেখা গেছে। ১৯৯১ সালে নিজ জেলা চুয়ডাঙার এক শখের নাট্যদলের সাথে কাজ করতে শুরু করেন। সেই থেকেই অভিনয়ের শুরু। ছোটপর্দায় অভিনয়ের ডাক পান ১৯৯৯ সালে অনন্ত হীরার কাছ থেকে। বহু গুণে গুণান্বিত এই শিল্পী আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘আলাপ’-এ।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পলাশ মাহবুব এবং উপস্থাপনায় আছেন শান্তা।
সাতদিন/এমজেড/৭ফেব্রুয়ারি২০১৫