বেলাশেষের অতিথি

বিশ্বজিৎ সাহা

৯ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩০ মি: এসএ টিভি

উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল

দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা’র একটি ‘মুক্তধারা’। চিত্তরঞ্জন সাহা-এর হাতে এটি প্রতিষ্ঠিত হয়। তাঁরই ছোট ভাই বিশ্বজিৎ সাহা বর্তমানে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি মুক্তধারার নিউইয়র্ক শাখারও প্রতিষ্ঠাতা। সেখানে মুক্তধারার চারটি স্টল তাঁরই তত্ত্বাবধানে পরিচালিত হয়। অমর একুশে বইমেল শুরু হওয়ার ক্ষেত্রে মুক্তধারা’র রয়েছে বিশাল অবদান।

বিশ্বজিৎ সাহা আসছেন এসএ টিভির নিয়মিত অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হয়ে। কাজী চপল-এর প্রযোজনায় অনুষ্ঠানটি উস্থাপনা করছেন এলিনা শাম্মী।

সাতদিন/এমজেড/৮ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›