একুশের সৃজনশীল সন্ধ্যায়
লেখক মনি হায়দার
৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা একুশে টেলিভিশন
উপস্থাপনা: সাদিয়া আফরিন
প্রযোজনা: শাওন রায় চৌধুরী
একুশে টেলিভিশনের নিয়মিত আড্ডা আলোচনার অনুষ্ঠান ‘একুশের সৃজনশীল সন্ধ্যা’। এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সৃজনশীল মানুষকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর সাথে চলে আড্ডা ও গল্প। এভাবে উঠে আসে অতিথির জীবনের নানা কথা। অনুষ্ঠানটি একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
‘একুশের সৃজনশীল সন্ধ্যা’র এবারের অতিথি লেখক মনি হায়দার। ১৯৬৮ সালে বরিশালে জন্মগ্রহণ করেন মনি হায়দার। দীর্ঘ বিশ বছর ধরে লেখালেখি করছেন মনি হায়দার। তার প্রকাশিত বইয়ের সংখ্যা পঁয়তাল্লিশের বেশি। তবে ছোট গল্প লিখতে বেশি অনুপ্রাণিত বোধ করেন তিনি। এবারের একুশে বইমেলায়ও প্রকাশিত হয়েছে তার নতুন বই। ছোট গল্পের পাশাপাশি উপন্যাস ও টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শাওন রায় চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে একুশে টেলিভিশনে, সন্ধ্যা ৬টায়।
সাতদিন/জেকে/৮ফেব্রুয়ারি২০১৫