সন্ধ্যা ৭টা, ৩ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা
ফরাসী নাট্যকার মলিয়েরে রচিত
হাসির নাটক ‘পেজগী’
পরিবেশনায়: সাত্ত্বিক নাট্য সম্প্রদায়
ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে মঞ্চায়িত হতে যাচ্ছে বিখ্যাত ফরাসী নাট্যকার মলিয়েরে’র নাটক অবলম্বনে নাটক ‘পেজগী’। নাটকটি বাংলায় রূপান্তর করেছেন অপু আমান এবং নির্দেশনায় রয়েছেন কামরুজ্জামান তুপা।
সপ্তদশ শতকের ফরাসী নাট্যকার মলিয়েরে হাস্যরসাত্মক নাটক রচনার জন্য বিখ্যাত। তাঁর আসল নাম জাঁ-বাপতিস্তে পকেলিন, মলিয়েরে তাঁর মঞ্চের ছদ্মনাম।
‘পেজগী’ শিরোনামের নাটকটির প্রধান চরিত্র পেজগী পেশায় একজন কাঠমিস্ত্রি। কিন্তু স্ত্রী’র কারণে তাকে চিকিৎসকের পেশায় পেশা গ্রহণ করতে হয়। এক অশিক্ষিত-মূর্খ কাঠমিস্ত্রি হয়ে উঠে বিখ্যাত হাকিম। তার চিকিৎসা পদ্ধতি দেখলে দর্শকদের পক্ষে হাসি চেপে রাখা কঠিন। এমনই এক মজার কাহিনী নিয়ে নাটক ‘পেজগী’।
সাতদিন/এমজেড