বেলাশেষের অতিথি

কবি জুয়েল মাজহার

০ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩০ মি: এসএ টিভি

উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল

তিনি বর্তমান সময়ের জনপ্রিয় কবিদের একজন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোণার মানুষ জুয়েল মাজহার লেখালেখির সাথে যুক্ত আছেন দীর্ঘ দিন যাবত। কবিতা লেখার পাশাপাশি অনুবাদ করেছেন বিশ্ববিখ্যাত কবিদের কবিতা। তিনি বর্তমানে ‘বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম’-এর কনসালট্যান্ট এডিটর। ‘দর্জিঘরে একরাত’, ‘দিওয়ানা জিকির’, ‘কবিতার ট্রান্সট্রোমার’সহ প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু কবিতার বই। টি এস এলিয়ট এবং টোমাস ট্রান্সট্রোমার-এর কবিতা অনুবাদ করেছেন তিনি।

কবি জুয়েল মাজহারকে দেখা যাবে ‘বেলাশেষে’র আড্ডায়। এসএ টেলিভিশনের আড্ডা-আলোচনার নিয়মিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ধাকেন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গ। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটির এবারের পর্ব সঞ্চালনা করবেন জনপ্রিয় উপস্থাপিকা এলিনা শাম্মী।

সাতদিন/এমজেড/৯ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›