ইচ্ছে ঘুড়ি-তে

শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল

১০ ফেব্রুয়ারি বিকাল ৪ টা ৩০ মি একুশে টেলিভিশন

উপস্থাপনা মুজতবা আহমেদ মুরশেদ
প্রযোজনা মাসুদুল হাসান রনি

একুশে টেলিভিশনের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান 'ইচ্ছে ঘুড়ি'। প্রাজ্ঞ, চিন্তাশীল বয়োজৈষ্ঠ্য ও তরুণ লেখক বা সম্পাদকের কথোপকথনে বাংলা সাহিত্যের সমসাময়িক গতিধারা, বিশ্বসাহিত্য, সাময়িকী, লিটিলম্যাগ,সমাজ-অর্থনীতি, চলচ্চিত্র ইত্যাদি বিষয় সাবলীলভাবে উঠে আছে সাহিত্য বিষয়ক এ অনুষ্ঠানের মাধ্যমে।

ইচ্ছে ঘুড়ি'র আজকের পর্বের অতিথি শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল। ২০১৪ এর একুশে বইমেলায় ৮০টির মতো নতুন বই প্রকাশিত হয়েছে শুদ্ধস্বর প্রকাশনী থেকে। পাঠকদের জন্য শুদ্ধস্বর এবারের বইমেলায় ও প্রকাশ করছে নতুন বই। অনুষ্ঠানে আহমেদুর রশীদ টুটুল সাথে কথপকথনে থাকবেন কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ।

ইচ্ছে ঘুড়ি-তে প্রযোজনা করেছেন মাসুদুল হাসান রনি। প্রচারিত হয় মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে।
সাতদিন/জেকে/৯ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›