আলাপ' এ আসছেন

লুৎফর রহমান রিটন

১০ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মি বৈশাখী টেলিভিশন

উপস্থাপনা শান্তা
প্রযোজনা পলাশ মাহবুব

শিশুসাহিত্যিক এবং ছড়াকার লুৎফর রহমান রিটন আসছেন বৈশাখী টেলিভিশনের সকালের আড্ডা অনুষ্ঠান আলাপ' এ। জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ১ এপ্রিল ঢাকায়। পুরনো ঢাকার ওয়ারী এলাকায় তার শৈশব অতিবাহিত হয়। ১৯৭৯ খ্রিস্টাব্দে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৯ খ্রিস্টাব্দে আবুজর গিফারি কলেজ থেকে স্নাতক শেষ করেন। তার প্রকাশিত গ্রন্থে সংখ্যা শতাধিক। সাহিত্যে অবদানের জন্য পেয়েছে সম্মাননা ও স্বীকৃতি। ১৯৮২ সালে সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, ১৯৮২ ও ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, ১৯৮৪ ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার এবং ২০০৭ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি।

বর্তমানে বাংলা একাডেমির বইমেলায় চ্যানেল আইয়ের সরাসরি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

প্রতিদিন সকালে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয় ‘আলাপ’। এ পর্বের অতিথি লুৎফর রহমান রিটন আড্ডা-আলোচনার জানাবেন তার সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়।
পলাশ মাহবুবের উপস্থাপনায় আলাপ' উপস্থাপনা করেছেন শান্তা। প্রচারিত হবে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।


আড্ডা ও আলোচনা

 >  Last ›