জয় শাহরিয়ারের উপস্থাপনায়
আড্ডার গানে ‘মেটাফোর’
১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০মি: মাছরাঙা টেলিভিশন
প্রযোজনা: তোফায়েল সরকার
মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে সম্ভাবনাময় তরুণ কন্ঠশিল্পীদের আড্ডা ও গান নিয়ে অনুষ্ঠান ‘আড্ডার গান’।
দেশে অনেক গানপাগল তরুণ-তরুণী আছেন, যারা পড়াশোনা কিংবা পেশাগত কাজের পাশাপাশি সংগীতচর্চা করছেন। প্রাত্যহিক জীবনের আনন্দ-বেদনার অনুভূতি, সমাজ কিংবা রাষ্ট্র নিয়ে নিজের ভাবনাগুলোকে প্রকাশ করছেন গানের ভাষায়। সেই ভাষায় সুর দিচ্ছেন এবং সেই সুরকে কন্ঠে ধারণ করে গাইছেন বন্ধুদের আড্ডায়, ক্যাম্পাস চত্বরে কিংবা নিজ ভূবনের আলো-আঁধারীতে। একটু সুযোগ বা পৃষ্ঠপোষকতা পেলে তারা হয়তো হয়ে উঠতে পারেন আমাদের প্রিয় শিল্পী- এমন প্রতিভাদের তুলে ধরা হয় আড্ডার গানে।
এই অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকবে ব্যান্ড ‘মেটাফোর’। এই গানের দলটি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। অলটারনেটিভ মেটাল ও রক ধাঁচের গান পরিবেশন করে ব্যান্ডটি। মেটাফোর-এর সদস্যরা হলেন— তৌফিক ইয়াসিন সানি (কন্ঠ ও গিটার), মো: শিহাব আদর (লিড গিটার), নিহাল আহমেদ (বেজ) এবং শাহরুখ ইকবাল (ড্রাম)। গান করার পাশাপাশি নিজেদের সমসাময়িক ভাবনা নিয়ে কথা বলবেন ব্যান্ডের সদস্যারা। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন তোফায়েল সরকার।
সাতদিন/এমজেড/২৬জানুয়ারি২০১৫