শুধুই আড্ডায় ফেরদৌস আরা

১০ ফেব্রুয়ারি রাত ৮টা বৈশাখী টেলিভিশন

প্রযোজনা: পলাশ মাহাবুব

শিল্পী ফেরদৌস আরা দীর্ঘদিন ধরে নজরুল সঙ্গীত চর্চা করে আসছেন। ১৯৭৩ ও ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করে যাচ্ছেন। ১৯৯৯ সালে ফিরোজা বেগমের পর তিনিই প্রথম এইচএমভি থেকে নজরুল সঙ্গীতের পূর্ণ অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশে নজরুলসংগীতের প্রথম মিউজিক ভিডিও তাঁর হাত ধরেই প্রকাশিত হয়।

ফেরদৌস আরা আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’র অতিথি হিসেবে। এই সেলিব্রেটি শো’টি প্রযোজনা করেছে পলাশ মাহাবুব। অনুষ্ঠানে আড্ডা-আলোচনার নধ্য দিয়ে উঠে আসবে অতিথির অতিত জীবনের নানা কথা, জীবন দর্শন ও ভবিষ্যৎ ভাবনা।

সাতদিন/এমজেড/৯ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›