‘মিউজিক ক্লাব’-এ অতিথি
তপু ও ব্যান্ডদল ‘যাত্রী’
১১ ফেব্রুয়ারি রাত ১১টা ২৫মি: বাংলাভিশন
প্রযোজনা: নাহিদ আহমেদ বিপ্লব
২০০৪ সালে তপু তার ব্যান্ডের হয়ে 'এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি' গানটি গেয়ে জনসম্মুখে আসেন। যা মিশ্র অ্যালবাম 'স্বপ্নচূড়া'তেই প্রকাশিত হয়েছিল। এরপর ২০০৫ সালে 'স্বপ্নচূড়া-২' অ্যালবামে 'গোপন কথা' শীর্ষক গানটি গান তিনি। মাঝখানে ব্যস্ততার কারণে 'স্বপ্নচূড়া-৩' অ্যালবামে অংশগ্রহণ করতে পারেননি। তবে সম্প্রতি 'স্বপ্নচূড়া-৪'-এ 'ওরা বদলে গেছে' গানটিতে কণ্ঠ দিয়েছেন তপু।
তপু ও ব্যান্ডদল ‘যাত্রী’ আসছেন বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর অতিথি হয়ে। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি তাঁরা কথা বলবেন তাঁদের সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
সাতদিন/এমজেড/১০ ফেব্রুয়ারি২০১৫