A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

যে গান গৌরবে বহমান এ গাইবেন ফেরদৌস আরা | সাতদিন

সন্ধ্যা ৬ টা ৪৫মি, ২৯ এপ্রিল, এন টিভি

যে গান গৌরবে বহমান এ গাইবেন

ফেরদৌস আরা


উপস্থাপনা: তপন মাহমুদ

পরিকল্পনা: মোহাম্মাদ মোজাক্কের

এনটিভির সাপ্তাহিক গানের অনুষ্ঠান যে গান গৌরবে বহমান। নিয়মিত গানের এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানে তিনি শোনাবেন জনপ্রিয় সব গান। গান চলার ফাঁকে ফাঁকে উপস্থাপকের সাথে আলাপচারিতায় উঠে আসবে বিভিন্ন সময়ের স্মৃতিচারণাসহ ঐ গানের বৈশিষ্ট্য।

শিল্পী ফেরদৌস আরা দীর্ঘদিন ধরে নজরুল সঙ্গীত চর্চা করে আসছেন। ১৯৭৩ ও ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করে যাচ্ছেন। ১৯৯৯ সালে ফিরোজা বেগমের পর তিনিই প্রথম এইচএমভি থেকে নজরুল সঙ্গীতের পূর্ণ অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশে নজরুলসংগীতের প্রথম মিউজিক ভিডিও তাঁর হাত ধরেই প্রকাশিত হয়।

গীতিকার মোহাম্মাদ মোজাক্কের এর পরিকল্পনায় যে গান গৌরবে বহমান' অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ।

২৯ এপ্রিল ২০১৫