যুক্তি তক্কো আর গপ্পো-এর বিষয়
‘‘নারীর স্বাস্থ্য সচেতনতা বনাম ফিটনেস বাণিজ্য”
১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪৫ মি: দেশ টিভি
উপস্থাপনা: আবদুল্লা আল মামুন
পরিকল্পনা: রবিউল করিম
প্রযোজনা: আলমগীর হোসেন
‘যুক্তি তক্কো আর গপ্পো’-এর এবারের বিষয় ‘নারীর স্বাস্থ্য সচেতনতা বনাম ফিটনেস বাণিজ্য’ নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম, অভিনেত্রী মুমতাহিনা টয়া, ডায়েট এন্ড নিউট্রিশন কনসালট্যান্ট মাসুমা আকতার এবং আম্ব্রিন ইয়োগা স্টুডিও-এর সি.ই.ও. আম্ব্রিন সারজীন।
ইউনিসেফের হিসেব মতে দক্ষিণ এশিয়ার নারীরা পরিবার থেকেই ব্যাপক পুষ্টিহীনতার শিকার। সভ্যতার অগ্রগতিতে সেই সময়কে কিছুটা অতীতে ঠেলে দেয়া গেছে, এখন নারী মাত্রই পুষ্টিহীনতার শিকার নয়।
আবার ভিন্নদিকে দেখা যায় নারীর স্বাস্থ্য নিয়ে সামাজিক বা প্রাতিষ্ঠানিক ভাবনাটা যতটা না মানবিক তারচেয়ে বেশি যেন বাণিজ্যিক কিংবা নারীর প্রতি ভোগবাদী দৃষ্টি প্রতিফলন। মিডিয়ার বাণিজ্যিক কর্মকান্ডে নারী যেন সেই ভোগপণ্য, ত্বকের এবং স্বাস্থ্যের যতœ নিয়ে পুরুষের দৃষ্টিতে ‘সুন্দর’ হয়ে ওঠাই তার কাজ’।
রবিউল করিমের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আলমগীর হোসেন। আবদুল্লা আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে।
সাতদিন/এমজেড/১০ফেব্রুয়ারি২০১৫