একুশে তারুণ্য সন্ধ্যায়

লারা লোটাস

১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা একুশে টেলিভিশন

প্রযোজনা: আসাদ্দুজামান আসাদ

একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘একুশে তারুণ্য সন্ধ্যা’র এবারের পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল লারা লোটাস। আড্ডা-আলোচনার এই অনুষ্ঠানে তিনি অতিত জীবনের স্মৃতিচারণ, ক্যারিয়ার নিয়ে ভাবনা ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।

ছোট ও বড় পর্দায় দীর্ঘ দিন ধরে অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল লারা লোটাস। ধারাবাহিক নাটক ‘রমিজের আয়না’য় অভিনয় করে প্রথম সবার নজর কাড়েন এই অভিনেত্রী। এরপর অভিনয় করেছেন বহু একক নাটক ও ধারাবাহিকে। বড় পর্দায় অভিনয় করেও পেয়েছেন সাফল্য। লারা লোটাস অভিনীত একক নাটক ও ধারাবাহিকের মধ্যে রয়েছে—‘ফেসবুক’, ‘ডোর ইন টু দ্য ডার্ক’, ‘লগ ইন লগ আউট’, ‘আমাদের মহল্লা’, ‘ডিবি’, ‘পোড়া মাটি’, ‘তেলেসমাতি’, ‘ভরসা কোচিং সেন্টার’, ‘শুভ্র’ ইত্যাদি। উপস্থাপনা করেছেন ‘চেনা মুখ’, ‘গীতি আলো’, ‘দ্য এইম’, ‘প্রাণের গান সিনেমার গান’সহ বেশ কিছু অনুষ্ঠানে। ‘আজো চিঠি আসে’, ‘ফ্ল্যাশ ফায়ার’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

সাতদিন/এমজেড/১০ফেব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›