‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি
লীনা তাপসী খান
১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মি: এসএ টিভি
প্রযোজনা: খালিদ পলাশ
লীনা তাপসী খান প্রায় তিন দশক ধরে নজরুল চর্চা করে আসছেন। বাবা এম এ খানের হাত ধরে তাঁর সঙ্গীতাঙ্গনে পথচলা শুরু হয়। পরে তিনি খালিদ হোসেন এবং শেখ লুৎফর রহমানের কাছে নজরুল সঙ্গীতে তালিম নেন। কলকাতার ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কাছেও দীর্ঘ দিন নজরুল সঙ্গীত শিখেছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ‘নজরুলের গানে রাগের ব্যবহার’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে সঙ্গীত বিভাগে শিক্ষকতা করছেন। সর্বশেষ ২০১৩ সালে তাঁর 'গোধূলি লগনে' শিরোনামে নজরুল সঙ্গীতের অ্যালবামটি বাজারে আসে। এতে লীনা তাপসী খানের সঙ্গে আরো গেয়েছেন তার মেয়ে মাহ্জাবিন খান।
লীনা তাপসী খান আসছেন ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি হয়ে।
প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’শিরোনামের অনুষ্ঠানটি। গানগুলো সরাসরি গাওয়া হবে না। এগুলো এসএটিভি’তে প্রচারিত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান থেকে নেয়া হবে। কখনও অতিথি যদি সঙ্গীতশিল্পী হন সেক্ষেত্রে তাঁর সুবিধার জন্য একটি হারমোনিয়াম বা অন্য কোনও বাদ্যযন্ত্র থাকতে পারে।
অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা,গান শোনা,রাশিচক্র,নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ,জন্মদিনের শুভেচ্ছা,বিভিন্ন বিষয়ে টিপস,বাড়ির আসবাবপত্র,তাৎক্ষণিক চিকিৎসা।
সাতদিন/এমজেড/৫ফেব্রুয়ারি২০১৫