ভব নদীর কূলে
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গীত পরিবেশন করবেন জামাল বয়াতী
১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০ মি এনটিভি
প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী
উপস্থাপনা: সঙ্গীত শিল্পী পারভেজ
বাংলা সংস্কৃতি তথা বাঙালীর আত্ম পরিচয় একটাই, নানা আঙ্গিকের নানা রঙের ঢঙের লোগান ও কৃত্য। এই জনপদের হাজারো গীতিকবির হাজারো গান আমাদের লোক ঐতিহ্যকে করেছেন সমৃদ্ধ। বারো মাসে তেরো পার্বণের এই দেশেই তার প্রকাশ। লালন, হাছন, বিজয় সরকার, উকিল মুন্সী, মাতাল রাজ্জাক বা আরিফ দেওয়ান- তাদের প্রত্যেকের গানে রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য ফলে গানের কথায় ও সুরে যেমন আছে বিচিত্র রস তেমনি সমৃদ্ধ হয়েছে আমাদের সঙ্গীত ভুবন। আর এই বাংলার সেই অমূল্য সম্পদ উপস্থাপন করে ‘ভব নদীর কূলে’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন করে শিল্পী থাকবেন, যিনি একজন গীতিকবির গান করবেন। থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি ব্যাখ্যা করবেন ঐ কবির গানের মর্মকথা। থাকবেন একজন উপস্থাপক এবং একদল বাদ্যযন্ত্রী। বাদ্যযন্ত্রে থাকবে প্রাচ্য ও পাশ্চাত্বের যুগলবন্দী।
এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘ভব নদীর কূলে’। অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রতি বৃহ:স্পতিবার প্রচার হচ্ছে। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ। আজকের অনুষ্ঠানে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গাইনের গীত পরিবেশন করবেন শিল্পী জামাল বয়াতী।