পহেলা ফাল্গুন উপলক্ষে ‘সৌন্দর্য কথা’য়
মডেল ও অভিনয়শিল্পী স্পর্শিয়া
১২ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মি: বাংলাভিশন
উপস্থাপনা নোভা
প্রযোজনা রেহেনা রাহা
পহেলা ফাল্গুন উপলক্ষে রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’য় এবারের অতিথি মডেল ও অভিনয়শিল্পী স্পর্শিয়া। অনুষ্ঠানে তিনি উপস্থাপক নোভার সাথে কথা বলেছেন ফাল্গুনের সাজ নিয়ে। এছাড়া তাঁরা দর্শকদের বসন্তের সাজ’সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন।
অনুষ্ঠানে আরও থাকছে ফ্যাশন হাউজ, ফ্যাশন ও সৌন্দর্য ভাবনা নিয়ে নানা তথ্য।
নোভার উপস্থাপনায় রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’ বাংলাভিশনে প্রচারিত হবে আজ রাত ৯টা ৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।
সাতদিন/এমজেড/১১ফেব্রুয়ারি২০১৫