প্রাকৃতিক উপকরণে তৈরি পণ্য নিয়ে
মাটির মেলা
১২ থেকে ১৪ ফেব্রুয়ারি
যাত্রা বিরতি, কামাল আতাতুর্ক সড়ক, ঢাকা
‘নম্র হোক আমাদের পথ চলা’ এই স্লোগানকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্যাশন হাউজ যাত্রা আয়োজিত ‘মাটির মেলা’। দেশীয় উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্যের প্রদর্শনীই এই মেলার মূল আকর্ষণ। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন থাকছে সংগীতায়োজন। এ ছাড়া থাকছে পাপেট শো, পরিবেশ বিষয়ক নানা পরিবেশনা, পরিবেশ-বান্ধব প্রযুক্তির প্রদর্শনী, সেমিনার ইত্যাদি আয়োজন।
উৎসবের প্রথম দিন ১২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ‘জলপুতুল’ শিরোনামের একটি পাপেট শো পরিবেশিত হবে। প্রথম দিন সন্ধ্যা ৬টা থেকে থাকছে সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করছেন বাউল সফি মণ্ডল ও গানের দল ধারক।
১৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অভয়ারণ্য এবং বাংলাদেশ পাইথন প্রজেক্ট মানুষ ও বন্যপ্রাণীর সম্পর্ক বিষয়ে আলোকপাত করবে। এরপর একই দিন সন্ধ্যা ৬টায় সংগীত পরিবেশন করবেন অর্নব, শায়ন এবং সজীব’সহ আরও অনেকে।
১৪ ফেব্রুয়ারি শিশু প্রকৌশলীদের পরিবেশবান্ধব প্রযুক্তির প্রদর্শনী থাকছে বিকাল ৩টায়। একই দিন বিকাল ৫টায় ‘ট্রাসমানিয়াক’ প্রকল্প নিয়ে কথা বলবেন কনক এবং মুনতাসির। উৎসবের শেষ সংগীত পরিবেশন করবে গানের দল ‘জলের গান’।
যান্ত্রিক জীবন যাত্রাকে প্রকৃতির সাথে সম্পর্কিত করতে এবং প্রাকৃতিক উপকরণে নির্মিত দেশীয় পণ্যের ব্যবহারকে উৎসাহিত করতে যাত্রার এই আয়োজন।
সাতদিন/এমজেড/১১ফেব্রুয়ারি২০১৫