এসএ লাইভ স্টুডিও’তে
ব্যান্ড ছায়াপথ
১৩ ফেব্রুয়ারি রাত ১১টা, এসএ টিভি
প্রযোজনা: আশরাফ উজ জামান
প্রতি শুক্রবার এসএ টিভিতে প্রচারিত হচ্ছে গানের অনুষ্ঠান ‘এসএ লাইভ স্টুডিও’। প্রতি আয়োজনে অংশগ্রহণ করছে দেশের সঙ্গীত জগতের জনপ্রিয় ব্যান্ড দলগুলি। সরাসরি এই অনুষ্ঠানে দর্শকের ফোন কলের পাশাপাশি আরো থাকছে ভিডিও কল করার সুযোগ।
১৩ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘ছায়াপথ’। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন নাঈম (কন্ঠশীল্পি), নিলয় (গিটার), রনি (কিবোর্ড), আদিব (বেজ), শাকিল ( গিটার) এবং পাভেল (ড্রামস)। ২০০২ সালে ৩জন সদস্য নিয়ে ব্যান্ডটি যাত্রা শুরু করে। ২০০৪ সালে ব্যান্ডটির একটি গান ‘ব্যান্ড মেলা’ নামের একটি অ্যালবামে প্রকাশিত হয়। ছায়াপথের ভোকালিস্ট নাঈম সাতদিনকে জানান ‘ছায়াপথ’-এর প্রথম একক অ্যালবাম প্রকাশের কাজ চলছে। খুব দ্রুতই এটি বাজারে আসবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশরাফ উজ জামান।
দশর্করা প্রিয় তারকাকে ফোন করতে পারেন এই নম্বরে ০২ ৯৮৯৫০৭১, ০২ ৯৮৯৫২৬৬, ০২ ৯৮৯৫৪১৭ এবং ০২ ৯৮৯৬৩৭৯।
সাতদিন/এমজেড/১২ফেব্রুয়ারি২০১৫