বিশেষ সংগীতায়োজন
ছুঁয়ে যায় বসন্ত
১৩ ফেব্রুয়ারি রাত ৯টা মাছরাঙা টেলিভিশন
অতিথি শিল্পী: ড. অনুপম কুমার পাল, অনিরুদ্ধ সেনগুপ্ত, আফসানা রুনা ও পান্না দত্ত
প্রযোজনা: কাজী জাহিদ
গানে গানে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে পহেলা ফাল্গুনে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ছুঁয়ে যায় বসন্ত’। ১ ফাল্গুন রাত ৯ টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। গতানুগতিক ধারার বাইরের এক দল শিল্পীকে নিয়ে সাজানো এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ড. অনুপম কুমার পাল, অনিরুদ্ধ সেনগুপ্ত, আফসানা রুনা ও পান্না দত্ত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী জাহিদ।