ইচ্ছে গানের দুপুর-এ কনা
১৩ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিট মাছরাঙা টেলিভিশন
উপস্থাপনা: দিঠি আনোয়ার
প্রযোজনা: অজয় পোদ্দার
সংগীতশিল্পী কনা’র পুরো নাম দিলশাদ নাহার কনা। ঢাকায় জন্মগ্রহণ করা এই পপ তারকা তাঁর প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাস’র টাইটেল গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেন। মাত্র চার বছর বয়সে গান শিখা শুরু করেন এই শিল্পী; ৫ বছর বয়সে গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়েছিলেন ২য়।
কনার ১ম অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ প্রকাশিত হয় ২০০৬ সালে। এরপর ‘কনা’ শিরোনামে তাঁর ২য় অ্যালবাম প্রকাশিত হয় ২০০৮ সালে। ২০১১ সালে প্রকাশিত হয় তাঁর ৩য় অ্যালবাম ‘সিম্পলি কনা’।
দিলশাদ নাহার কনা গান করবেন মাছরাঙা টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুর’-এ। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে নিজের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। দিঠি আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অজয় পোদ্দার।
সাতদিন/এমজেড/১২ফেব্রুয়ারি২০১৫