অপূর্ব-তমালিকা’র অভিনয়ে

নিঃশব্দ প্রেম

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মি: মাছরাঙা টেলিভিশন

রচনা ও পরিচালনা: রুম্মান রশিদ খান

বইয়ের দোকানে সেলস গার্ল হিসেবে চাকরি করে তমালিকা। একদিন দোকানে বই কিনতে আসা অপূর্ব নামের একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলেটি বধির। পায়ের সমস্যার কারণে তমালিকা ক্রাচে ভর দিয়ে হাঁটে। এক সময় দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অপূর্ব প্রায় প্রতিদিন কানিজের সাথে দেখা করতে আসে। এক পর্যায়ে তমালিকাকে ভালোবেসে ফেলে অপূর্ব। কিন্তু তমালিকা সে কথা জানেনা। অপূর্ব প্রতিদিন একটা করে গিফট্ কেনে তমালিকার জন্য কিন্তু তাকে দেয়ার সাহস পায়না। এদিকে, অন্য একজনের সাথে তমালিকার বিয়ে ঠিক হয়ে যায়। এটা শুনে ভীষণ কষ্ট পায় অপূর্ব। এরপর থেকে তমালিকার কাছে যায় না সে। অনেকদিন অপূর্বর কোনো খবর না পেয়ে তার বাসায় চলে যায় তমালিকা। সেখানে গিয়ে জানতে পারে, অপূর্ব সড়ক দুর্ঘটনায় মারা গেছে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘নিঃশব্দ’।

রুম্মান রশিদ খানের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তমালিকা কর্মকার।

সাতদিন/এমজেড/১২ফেব্রুয়ারি২০১৫


নাটক

 >  Last ›