ভালোবাসা দিবসের নাটক
লিকুইড লাভ
১৩ ফেব্রুয়ারি রাত ৮টা বৈশাখী টেলিভিশন
রচনা পলাশ মাহবুব
পরিচালনা তন্ময় তানসেন
অভিনয়: নিলয়, হাসিন
ভালোবাসা দিবসকে সামনে রেখে পহেলা ফাল্গুনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘লিকুইড লাভ’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করছেন তন্ময় তানসেন। অভিনয় করেছেন নিলয় এবং হাসিন সহ আরও অনেকে।
নাটক সম্পর্কে নাট্যকার পলাশ মাহবুব বলেন, লিকুইড লাভ তারুণ্যের গল্প। এটাকে প্রেমের গল্প বলা যায়। আবার ঠিক প্রেমের গল্পও না। আসলে প্রেম হওয়ার আগের সময়টাই উঠে আসবে গল্পে। প্রেমকে ঘিরে গল্পে থাকবে হাস্যরস, নাটকীয়তা এবং সাসপেন্স। তবে গল্পে অবশ্যই একটি বক্তব্য আছে।
লিকুইড লাভ নাটকটি ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।