বিশেষ অনুষ্ঠান ‘বসন্তে ভ্যালেন্টাইন’
১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০মি একুশে টেলিভিশন
প্রযোজনা: ফওজিয়া এরিনা
বিশ্ব ভালবাসা দিবসকে বরণ করে নিতে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। ফওজিয়া এরিনার প্রযোজনায় সকাল ৯টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বসন্তে ভ্যালেন্টাইন’। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ গ্রহণ করেছেন আসিফ, আখিঁ আলমগীর, ইরেশ, মিলা, আরেফিন রুমি, নিছা, হাবিবুল বাশার এবং তুষ্টি।