তামিম ইকবাল ও আয়েশা

ভ্যলেন্টাইনের বিশেষ অনুষ্ঠান

ক্যামিস্ট্রি’র অতিথি তামিম ইকবাল ও আয়েশা

রাত ৯টা ১০ মি: মাছরাঙা টেলিভিশন

উপস্থাপনা: মুনমুন
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘কেমিস্ট্র’র অতিথি হয়ে আসছেন সেলিব্রটি দম্পতি তামিম-আয়েশা। ২০১৩ সালের জুন মাসে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ও দেশের অন্যতম সেরা বেটসম্যান তামিম ইকবালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আয়েশা। বিয়ের আগে থেকেই ছিল তাঁদের চেনা-জানা। দীর্ঘ দিনের ভালোবাসা পরিণতি পায় এই বিয়ের মাধ্যমে।

‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানটিতে আড্ডা আর গল্পের মধ্য দিয়ে উঠে আসবে তামিম ও আয়েশার ভালোবাসার গল্প। স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা মুনমুন।

সাতদিন/এমজেড/১২ফাব্রুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›