১ ফাল্গুনে বিশেষ সংগীতানুষ্ঠান
মনে লেগেছে রঙ
১৩ ফেব্রুয়ারি রাত ৮টা চ্যানেল নাইন
চ্যানেল নাইনের পহেলা ফাল্গুনে বিশেষ অনুষ্ঠান “ মনে লেগেছে রঙ”-এ সংগীত পরিবেশন করবেন সাদি মোহাম্মদ, ইয়াসমিন মুস্তারী, সেলিম চৌধুরী এবং মৌটুসী। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঋতু রাজ বসন্তকে নিয়ে রচনা করেছেন অনেক গান তার মধ্যে থেকে সাদি মহম্মদের পরিবেশনায় থাকছে একটি গান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মনেও লেগেছিল বসন্তের ছোঁয়া। তাইতো তিনিও বসন্ত বন্দনায় হয়েছিলেন মগ্ন। থাকবে ইয়াসমীন মুস্তারীর পরিবেশনায় নজরুলের গান। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান নিয়ে আসছেন সেলিম চৌধুরী। আধুনিক বা বাংলা সিনেমার গানের ক্ষেত্রেও গীতিকারদের কাছে প্রাধান্য পেয়েছে ঋতু রাজ বসন্ত । শিল্পিী মৌটুসীর গাওয়া একটি সিনেমার গান। রুহুল তাপস এর পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন ‘দীপা’।
সাতদিন/এমজেড/১২ফেব্রুয়ারি২০১৫